ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমনচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমনচালক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান নামে এক নসিমনচালক নিহত হয়েছেন।

বুধবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান একই উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাহাবুব মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পরিবেশক সমিতির নসিমন চালক মেহেদী হাসান সকালে নসিমন নিয়ে বাবলা রেলগেট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ গজ দূরে নিয়ে যায়। সেসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নসিমনচালক মেহেদির মৃত্যু হয়। পরে রেল লাইন থেকে নসিমনটিকে সরিয়ে প্রায় ১৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মরদেহটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।