ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
নারায়ণগঞ্জে ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আল-হেরা নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় মোস্তাকিম (৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ।

রোববার (১০ মার্চ) সকালে শহরের খানপুরে এ ঘটনা ঘটে।

মৃত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে।

এর আগে শনিবার (৯ মার্চ) খানপুর এলাকায় আল-হেরা নামে ক্লিনিকে ভর্তি করানো হয় মোস্তাকিমকে। তার টনসিলের অপারেশনও হয় সেখানে। সকালে এসে তার মরাদেহ ওটি রুমে দেখতে পায় পরিবার।

মৃতের বাবা রমজান আলী জানান, বাচ্চার টনসিলের অপারেশন করেছে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। রাতে অপারেশন হলেও সকালে আমরা হাসপাতালে এসে ওটিরুমে দেখি ছেলেকে রাখা, তখনো তার জ্ঞান ফেরেনি। তবে সে কোন সাড়া শব্দ করছিল না। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক, নার্স কাউকে আমরা খুঁজে পাইনি। ক্লিনিক ও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর এ ঘটনা ঘটেছে। আমরা সঠিক তদন্ত ও বিচার চাই।  

সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মৃধা বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে এখানে এসেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিবার যদি অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।