ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় হতাহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, মার্চ ১৩, ২০২৪
ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় হতাহত ৬

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিহতের নাম মজনু হোসেন (৫০)।

তিনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা মনতাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বাবুগঞ্জের রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার (মাহিন্দ্রা) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক মজনুর মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী গুরুত্বর আহত হন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহতকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেলের দিকে নগরের কাশিপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয় বলে জানান ইন্সপেক্টর লোকমান হোসেন। তিনি বলেন, দূরপাল্লার বাসটি ঢাকা থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ