ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গ্যাসের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, মার্চ ১৮, ২০২৪
গাজীপুরে গ্যাসের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১১

ঢাকা: গাজীপুর কালিয়াকৈর এলাকায় গ্যাসের আগুনে জাতীয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাওহীদ (৭) নামে আরও এক শিশু মারা গেছেন। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় গত শনিবার (১৬ মার্চ) তাওহীদের ছোট বোন তায়েবা (৩) মারা যায়।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু তাওহীদ।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম শিশু তাওহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরের ঘটনায় সন্ধ্যার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাওহীদ নামে এক শিশু মারা গেছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।  

তাওহীদের চাচা মো. আসাদ জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলায়। গাজীপুরে সজল সুমাইয়া দম্পতির ছেলে তাওহীদ। এ ঘটনায় তাওহীদের ছোট বোন তায়েবা (৩) গত শনিবার মারা যায়। তাওহীদের বাবা মো. সজল পেশায় গাড়ি চালক ও মা সুমাইয়া আক্তার গৃহিনী। এ দুর্ঘটনার সময় দুই ভাই-বোন রাস্তায় খেলছিল। তখনই গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।