ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরা পাসপোর্ট অফিসের ৭ দালালের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
উত্তরা পাসপোর্ট অফিসের ৭ দালালের দণ্ড

ঢাকা: রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দালালচক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এ সময় দালালচক্রের সদস্য ফিরোজ আলম স্বপন, মো. মোতালেব হোসেন  জিয়াদ রহমান আয়স ও ফিরোজ আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মিনহাজ হোসেন শান্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মো. স্বপন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।