ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, মার্চ ২০, ২০২৪
মাদারীপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুর: মাদক মামলায় আব্দুল কুদ্দুস ওরফে ফরেন কুদ্দুস (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকার জুরাইন এলাকা থেকে গ্রেপ্তার করেছে মাদারীপুর পুলিশ। তিনি তিন বছর ধরে পলাতক ছিলেন।

মঙ্গলবার (১৯ মার্চ) দিনগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালি এলাকার মৃত আব্দুল কালামের ছেলে।

জানা গেছে, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল কুদ্দুস অনেক দিন ধরেই পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ঢাকার জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, রাতে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে তাকে মাদারীপুর নেওয়া হয়েছে। তিনি তিন বছর ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।