ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
যাত্রাবাড়ীতে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকার একটি ভবনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

  এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভবনটিতে আগুন লাগে।  ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হলেও পরে ধাপে ধাপে ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

পুলিশ বলছে, আগুন লাগা ভবনটা পুরোটাই হচ্ছে গোডাউন। স্পোর্টস জাতীয় মালামালের পাশাপাশি ব্যায়াম করার সরঞ্জাম। এখানে খেলার ব্যাট, রাবার জাতীয় সরঞ্জাম আছে। এসব গোডাউন থেকেই মালামাল স্টেডিয়াম এলাকায় শোরুমে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান ১০ ইউনিট কাজ করার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ভাঙা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। ঘটনাস্থলের আশেপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে নয় ঘণ্টার মতো সময় লেগেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হোসেন জায়েদ জানান, ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার মধ্যে পড়েছে। ভবনটি চারতলা। দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ভবনটি পুরোটাই হচ্ছে গোডাউন। স্পোর্টসের মালামালের পাশাপাশি ব্যায়াম করার সরঞ্জাম রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।