জয়পুরহাট: জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শনিবার (২৩ মার্চ) বিকেলে জয়পুরহাট শহরের স্টেডিয়াম এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করে র্যাব।
আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হাড়াইল গ্রামের গোলাম মোস্তফার ছেলে তাজমির হোসেন সোহান (২৪), তাঁতী পাড়া গ্রামের নজরুল খানের ছেলে সাকিব খান রাতুল (২৩), বুলু পাড়া স্টেডিয়াম রোডের গোলাম মোস্তফার ছেলে আবদুল্লাহ মুমিন (২৩), নিশির মোড়ের মন কর্মকারের ছেলে জয়ন্ত কুমার (২১), আদর্শ পাড়ার নূর মোহাম্মদের ছেলে আব্দুল হাই কাফি তামিম (২৩), তাঁতী পাড়ার প্রবীর চন্দ্র মোহন্তের ছেলে পিযুষ কুমার মহন্ত আনন্দ (২৪), একই পাড়ার লক্ষণ মহন্তের ছেলে জয় মহন্ত (২২) ও সাহেব পাড়ার মোস্তাফিজার রহমান টুলুর ছেলে পিয়াস মোল্লা (২৩)।
জয়পুরহাট র্যাব ০৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর নাজমুস সাকিব জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে এরা জড়িত হচ্ছে না। এমন পরিস্থিতিতে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ায়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল জয়পুরহাট শহরের স্টেডিয়াম এলাকা থেকে ‘জানু গ্রুপ’ নামক কিশোর গ্যাং এর গ্রুপ লিডার সোহানসহ কিশোর গ্যাং সাকিব, মুমিন, জয়ন্ত, তামিম, মহন্ত, জয় ও পিয়াসকে আটক করে।
আটকদের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
আরএ