ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের দোকানে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের দোকানে চুরি

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লা এালাকার আর্মি মার্কেটের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে চুরি হয়েছে। এ সময় ১১০টি গ্যাস সিলিন্ডারসহ আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ মার্চ) দোকানের ম্যানেজার এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে চুরির এই ঘটনা ঘটে।

দোকানের ম্যানেজার মাসুম সরদার জানান, রাতে দোকান থেকে ১১০টি গ্যাসের সিলিন্ডার চুরি হয়েছে। এর মধ্যে ৮০টি খালি ও ৩০টি ভরা গ্যাসের বোতল ছিল। এছাড়াও পাঁচ সেট ডাবল ও পাঁচ সেট সিঙ্গেল চুলা, নগদ ৫ হাজার টাকাসহ আরও কিছু আসবাবপত্র চুরি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দোকানের মালিক বাইরে আছেন। তিনি এলে এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।