ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন ভুটানের তরুণী কার্মা ডেমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন ভুটানের তরুণী কার্মা ডেমা

ঢাকা: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জটিল রোগের চিকিৎসা নেওয়া ভুটানের কার্মা ডেমাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।  

ভারতে চিকিৎসায় সফলতা না পাওয়া নাকে ক্যানসার আক্রান্ত ভুটানের তরুণী কার্মা ডেমাকে বার্ন ইনস্টিটিউটে এনে বোর্ড গঠন করে তার নাক পুনর্গঠন করেছেন প্লাস্টিক সার্জনরা।

রোববার (৩১ মার্চ) বার্ন ইনস্টিটিউটে ভুটানের তরুণী কার্মা ডেমার ভাইয়ের কাছে ছাড়পত্র তুলে দেন চিকিৎসক বোর্ডের দায়িত্বরত কর্মকর্তা।

বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু জানান, ভুটানের ওই তরুণীর সমস্ত চিকিৎসা স্বাস্থ্যমন্ত্রী স্যারের তত্ত্বাবধানে হয়েছে। বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ড আজকে তাকে ছাড়পত্র দিয়েছে। আগামীকাল (সোমবার) তিনি ভুটানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন। তবে তাকে বোর্ডের চিকিৎসকরা আবার ফলোআপে আসার জন্য বলেছেন।

ভুটানের ক্যানসার আক্রান্ত নারীর নাক বার্ন ইনস্টিটিউটে পুনর্গঠন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, মার্চ, ৩১, ২০২৪
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।