ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কভার্ডভ্যানের চাপায় বিআরটি প্রকল্প শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
গাজীপুরে কভার্ডভ্যানের চাপায় বিআরটি প্রকল্প শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় কভার্ডভ্যানের চাপায় লাবলু মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (০৩ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবলু মিয়া রংপুরের মিঠাপুকুর থানার শিবদেউল পাড়া এলাকার মো. দুলা মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ভাড়া বাসায় থেকে বিআরটি প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন লাবলু মিয়া। রাত ১২টার দিকে তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজ করছিলেন। এ সময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে লাবলু মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর কভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।