ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ঈদ উপলক্ষে বিশেষ খাবার পেলেন কারাবন্দিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
নারায়ণগঞ্জে ঈদ উপলক্ষে বিশেষ খাবার পেলেন কারাবন্দিরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মামলায় ও সাজায় জেলা কারাগারে বন্দিরা পেলেন বিশেষ খাবার।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ঈদের দিন সকালে বন্দিদের নিয়ে ভেতরের মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে বন্দি প্রতি দেড়শ টাকা অতিরিক্ত বরাদ্দ আছে। এবার জেলা কারাগারে কোনো বিশেষ রাজনৈতিক বন্দি নেই, যারা আছেন বিভিন্ন মামলায় ও সাজাপ্রাপ্ত। ১ হাজার ২৫০ এর মতো বন্দি আছেন এবার।

মোকাম্মেল হোসেন জানান, ঈদের দিন বিশেষ খাবারের আয়োজন আছে বন্দিদের জন্য। সকালে পায়েস মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, কোমল পানীয়, সালাদ এবং রাতে ভাত, মাছ, সবজি, ডাল। ঈদের পরদিন বন্দিদের বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়া হবে তাদের।  

তবে প্রতিবছর ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন থাকলেও এবার এ ধরনের কোনো আয়োজনের সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।