ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আধা ঘণ্টার চেষ্টায় নিভলো রিকশার গ্যারেজের আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, এপ্রিল ১২, ২০২৪
আধা ঘণ্টার চেষ্টায় নিভলো রিকশার গ্যারেজের আগুন  প্রতীকী ছবি

ঢাকা: প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাজধানীর বাড্ডা ইয়াসিন নগরে একটি রিকশার গ্যারেজে লাগা আগুন নেভাতে পেরেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট।  

শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১ টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ১টা ২০ মিনিটে ওই গ্যারেজে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১টা ২০ মিনিটে আমাদের কাছে খবর আসে বাড্ডায় রিকশার গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।