ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নাটোর: নাটোরে ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. শিহাব হোসেন শিশির (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে মো. হাসু নামে অপর একজন।

 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর পৌরসভার ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর আলম হিরো ও আহত মো. হাসুকে আটক করেছে পুলিশ।  

নিহত শিহাব হোসেন শিশির শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্না ছেলে এবং আহত মো. হাসু কান্দিভিটুয়া এলাকার আলম হোসেনের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।  

তিনি স্থানীয় সূত্রের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, পুরোনো একটি ঠিকাদারি কাজের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান হিরোর সঙ্গে বিরোধ চলছিল একই ওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুর।

এ নিয়ে আজ দুপুরে পৌর কার্যালয় চত্বরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে ধারালো অস্ত্রের আঘাতে শিহাব হোসেন শিশির নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় হাসু নামে অপরজনের হাতের আঙুল কেটে দেয় প্রতিপক্ষরা।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।