ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
জয়পুরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মেসি ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হোসেন (৩৫) নামের এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।  

শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের দানেজপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাহবুব উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মোজাহার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহাবুব মোটরসাইকেলযোগে বিভিন্ন গ্রাম থেকে গাভির দুধ সংগ্রহ করে পাঁচবিবি বাজারে দুধ বিক্রয় করতে আসার সময় দানেজপুর এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে দ্রুত গতিতে আসা মেসি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করেন।  

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।