ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর, যুবক আটক

পঞ্চগড়: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে দাঁড়িয়ে থাকা সরকারি গাড়ির গ্লাস ভাঙচুর করার অভিযোগে আবু জাফর (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।

আটক আবু জাফর পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকার বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের সামসুদ্দীন আহম্মেদের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।

স্থানীয় ও প্রশাসনের কর্মকর্তারা জানায়, হঠাৎ করেই ওই যুবক ইট দিয়ে ডিসির পাজেরো স্পোর্টস জিপ গাড়ির সামনের গ্লাসটি ভেঙে দেয়। এ সময় স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে কি কারণে গাড়িটি ভাঙচুর করেছে তার কারণ জানা যায়নি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জু আহাম্মদ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।