ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাউখালীতে জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
কাউখালীতে জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে জাহাজের ধাক্কায় বালু বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে।  

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী এমভি মা বাবার দোয়া- ৫ নামে কোস্টার জাহাজটি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সন্ধ্যা নদীর কাউখালী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় স্বরূপকাঠিগামী আল্লাহর দান নামে বালু বোঝাই বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে। বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া জাহাজটিকে পালিয়ে যাওয়ার সময় কাউখালী নৌপুলিশ আটক করেছে। খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা ঘটনাস্থলে ছুটে যান।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী নৌপুলিশের ইনচার্জ আনিচুর রহমান বলেন, কোস্টার জাহাজটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।