ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ৮, ২০২৪
ময়মনসিংহে হাজতির মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহে শফিক মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শফিক মিয়া জামালপুর সদর উপজেলার ঘারামারা গ্রামের মৃত কালা চাঁনের ছেলে। তিনি জামালপুর জেলার একটি মারাপিটের মামলার আসামি ছিলেন।

বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

এ সময় তিনি বলেন, অসুস্থ অবস্থায় আসামি শফিককে জামালপুর কারাগার থেকে গত মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিকে ময়মনসিংহ কারাগারে আনা হয়। পরে তার অবস্থার আরও অবনতি হলে তাকে মমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে জেলার শাহ রফিকুল ইসলাম আরও বলেন, নিহতের স্বজনরা এসেছেন। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এখন ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।