ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে পৌঁছেছে পাইলট আসীমের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ১০, ২০২৪
মানিকগঞ্জে পৌঁছেছে পাইলট আসীমের মরদেহ

মানিকগঞ্জ: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট আসীম জাওয়াদ রিফাতের মরদেহ মানিকগঞ্জে এসে পৌঁছেছে।

শুক্রবার (১০ মে) দুপুর ১২ টার দিকে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে আসীম জাওয়াদ রিফাতের মরদেহ মানিকগঞ্জে আনা হয়।

মরদেহ বহনকারী হেলিকপ্টার আসছে এমন খবরে নিকট আত্মীয়-স্বজনসহ জেলার সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য স্টেডিয়ামে ভিড় করছে।  

আসীমের মরদেহ শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে রাখা হয়েছে। জুমার নামাজের পর জানাজা শেষে সেওতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে এই  বৈমানিক।

রিফাতের খালাতো ভাই মো. মশিউর রহমান শিমুল বলেন, ঢাকা থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে আসীম জাওয়াদ রিফাতের মরদেহ মানিকগঞ্জে এসে পৌঁছেছে। জুমার নামাজের পর জানাজা শেষে জেলা শহরের সেওতা কবস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১০ মে ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।