পাথরঘাটা (বরগুনা): সুপেয় পানি নিশ্চিতকরণ, বৃষ্টির পানি সংরক্ষণে উপকূলীয় উপজেলা পাথরঘাটায় ১২৯ পরিবারের মধ্যে পানির ট্যাংক দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও চরলাঠিমারা এলাকায় এসব ট্যাংক এবং স্থাপনের জন্য ইট-সিমেন্টসহ আনুষঙ্গিক মালামাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সিসিডির ম্যানেজার সুব্রত মিস্ত্রী, পাথরঘাটা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পাথরঘাটা কলেজের প্রভাষক বেলাল হোসেন, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।
সুব্রত মিস্ত্রী বলেন, পাথরঘাটায় সুপেয় পানির অভাব সব সময়ই থাকে। জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে সুপেয় পানির সংকট নিরসনে এগুলো বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এসআরএস