ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ১৪, ২০২৪
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিরুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের নতুন চাকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিরুল ওই গ্রামের জান্নাত আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন জামিরুল। একই সঙ্গে ছাদে বিদ্যুৎ লাইনের কাজ চলছিল। এ সময় ভাইব্রেটর মেশিনের তার লিক হয়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হন জামিরুল। এ সময় সঙ্গে থাকা অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জামিরুলের মৃত্যু হয়।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।