ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় কারেন্ট জাল জব্দ, আটক ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ১৫, ২০২৪
হিজলায় কারেন্ট জাল জব্দ, আটক ৪ 

বরিশাল: বরিশালের হিজলায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি চারজনকে আটক করা হয়েছে।  

বুধবার (১৫ মে) হিজলার কাউরিয়া বাজার ও বাহেরচর, লক্ষ্মীপুর উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে।

 

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি চারজনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আটক চারজনকে ২২ হাজার টাকা জরিমাণা করা হয়। পাশাপাশি জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নৌ পুলিশ হিজলার সহকারী (এএসআই) মো. রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা করেন।  

অপরদিকে মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশের অভিযানে একটি মশারি জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।