ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানের পর মিলল কেএনএফ সদস্যের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মে ১৯, ২০২৪
বান্দরবানে যৌথবাহিনীর অভিযানের পর মিলল কেএনএফ সদস্যের মরদেহ

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম রনিন পাড়ায় যৌথবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কয়েকজন সদস্য হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

হতাহতের খবর পেয়ে রোববার (১৯ মে) দুপুরে রোয়াংছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

তবে কতজনের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।  

বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী জানান, যৌথবাহিনীর অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রোয়াংছড়ি সদর থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। যেহেতু বান্দরবানে সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে, তাই এ বিষয়ে আইএসপিআর বিস্তারিত জানাতে পারবে।  
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।