ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বোমা তৈরির কারখানা, অভিযানে র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ২২, ২০২৪
বাড্ডায় বোমা তৈরির কারখানা, অভিযানে র‌্যাব

ঢাকা: রাজধানীর বাড্ডার একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমাসহ ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২২ মে) পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার বাড়িটি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে বাহিনীর সদস্যরা।

র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ২২, ২০২৪
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।