ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এআই প্রযুক্তি নজরদারিতে আনতে ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এআই প্রযুক্তি নজরদারিতে আনতে ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে অপপ্রচার বন্ধে এআই প্রযুক্তিকে নজরদারিতে আনতে সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (মে ২৩) সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশে যে যার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত হয়ে সমালোচনা করছে, মিথ্যা কথা বলছে এবং অপবাদ দিচ্ছে। আর ভবিষ্যতে সমস্যা যেটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষকে হেয় প্রতিপন্ন করা হবে, সেটা ইতোমধ্যে করা হচ্ছেও। বিষয়গুলো এআইকে নজরদারিতে আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।  

তিনি বলেন, শুধু আমরা না, উন্নত দেশগুলোও এ ব্যাপারে চিন্তিত। এআই মোকাবিলা করার প্রক্রিয়া খুঁজে দেখা হচ্ছে।

মুক্ত গণমাধ্যম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ৪৪টি টেলিভিশনের মধ্যে প্রায় ৩৪টি চালু আছে। সবাই কথা বলে, টকশোতেও কথা বলে, সারাদিন সমালোচনা করে, এতগুলো সংবাদপত্র, এত কথা বলার পরেও বলে  কথা বলতে দেওয়া হয় না। টেলিভিশনে সবাই যখন এইভাবে কথা বলে আমরা তো গলা টিপে ধরি না। কেউ বাধা দেয় না। যার যা খুশি বলে যাচ্ছে। তা সত্য-মিথ্যা যাই হোক।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এমইউএম/এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।