ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় যুবককে গুলি করে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মে ২৮, ২০২৪
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা: মহানগরের দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন রনি সরকার (২৪) নামে এক যুবক। মঙ্গলবার (২৮ মে) রাত সন্ধ্যা ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রনি সরকার রূপসা গরুর হাট সংলগ্ন কবরস্থানের পাশের মৃত আব্দুর রব সরদারের ছেলে। রাতে এ তথ্য নিশ্চিত করেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কামাল হোসেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিতে দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে দুর্বৃত্তরা রনি সরকারকে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি সরদারের গলার ডান সাইডে কানের নিচে গুলি করা হয়েছে। গুলি করেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে খেমেকে নিয়ে যায়। সেখানে তার ভর্তির পর চিকিৎসা দেওয়া হচ্ছিল। সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।