ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ২৯, ২০২৪
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নুরু ছালাম (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মে) রাত সাড়ে ১২টায় চকরিয়ার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে।

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, রাতে খাবার খেয়ে নুরু ছালাম ঘুমিয়েছিলেন। একপর্যায়ে পাহাড় থেকে নেমে আসা পাঁচ থেকে ছয়টি বন্য হাতি তার বসতঘরে হামলে পড়ে। এতে ঝুপড়ি আদলের ঘরটি তছনছ হয়। বন্য হাতির পালের আক্রমণে নুরু ছালাম ঘটনাস্থলেই মারা যায় এবং দুইজন আহত হয়। আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।