ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ভোক্তারা সচেতন হলে অসাধু চক্র প্রতারণা করতে পারে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ৩১, ২০২৪
‘ভোক্তারা সচেতন হলে অসাধু চক্র প্রতারণা করতে পারে না’

রাঙামাটি: ভোক্তারা সচেতন হলে অসাধু চক্ররা প্রতারণা করতে পারবে না বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হাসেন খান।

শুক্রবার (৩১) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কেউ প্রতারণার শিকার হলে প্রশাসনকে জানান। যিনি প্রতারণার বিরুদ্ধে অভিযোগ করবেন, তিনিও লাভবান হবেন। তবে লক্ষ্য রাখতে হবে তা যেন কোনো মিথ্যা অভিযোগ না হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তারসহ সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।