ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৬ তরুণ-তরুণী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মে ৩১, ২০২৪
ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৬ তরুণ-তরুণী আটক

ফরিদপুর: ফরিদপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ছয়জন যুবক ও ১০ জন যুবতী।

শুক্রবার (৩১ মে) বিকেলে ফরিদপুর শহরের ‘হোটেল গার্ডেন ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়।  

তিনি আরও জানান, অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ জন তরুণী ও ছয়জন তরুণকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।