রাঙামাটি: মিয়ানমারে মাওলাইদ এলাকায় হওয়া ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রাঙামাটিও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
রোববার (০২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম বিমানবন্দর আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা এম এইচ মোছাদ্দেক।
তিনি বলেন, মিয়ানমারের মাওলাইদ এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এটি অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৪১ কিলোমিটার দূরে।
ভূমিকম্পে রাঙামাটিতে এখনো কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
মিয়ানমারের আবহাওয়া ও জলবিদ্যা বিভাগ তাদের ওয়েবসাইটে জানায়, ৫ দশমিক ৪ মাত্রার মাঝারি একটি ভূমিকম্প হয়েছে। এর কেন্দ্র ছিল মিনগিনের ২৫ মাইল উত্তর-পূর্বে।
এর আগে গত ২৯ মে রাজধানী ঢাকা-রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ০২, ২০২৪
আরএইচ