ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন মোদী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জুন ৫, ২০২৪
শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন মোদী

ঢাকা: অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার (৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’য়ে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই।

ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

এর আগে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এনডিএ জোটের বিজয়ে অভিনন্দন জানিয়ে দু দেশের জনগণের কল্যাণার্থে সামনের দিনগুলোতে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জুন ৫, ২০২৪
টিআর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।