ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

দেড় কোটি টাকার ঋণ পেলেন সাতক্ষীরার ১৪১ আমচাষি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ৬, ২০২৪
দেড় কোটি টাকার ঋণ পেলেন সাতক্ষীরার ১৪১ আমচাষি 

সাতক্ষীরা: সাতক্ষীরার ১৪১ জন আম চাষির মধ্যে ১ কোটি ৫৯ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে সোশ্যাল ইসলমী ব্যাংক পিএলসি।  

বৃহস্পতিবার (৬ জুন) ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, খাদ্যে স্বনির্ভরতা আসবে বেশ’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা শহরের লেকভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।

স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় এসিমি প্রধান শ্যাম সুন্দর রায়, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ব্রান্ড বিসিজিবিডি হেড মোহাম্মদ মনিরুজ্জামান, সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আজিজুল হক প্রমুখ।

এ সময় উপস্থিত আম চাষিদের মধ্যে বক্তব্য দেন- জেলা সদর উপজেলা আম চাষি সমিতির সভাপতি মো. লিয়াকত হোসেন, ইয়াসমিন জাহান, শংকর কুমার বিশ্বাস, মো. গোলাম রব্বানী প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ১৪১ জন আম চাষির মধ্যে ১ কোটি ৫৯ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার মো. রাশিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।