ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ৬, ২০২৪
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু  প্রতীকী ছবি

ময়মনসিংহ: জেলার গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)।

বারবারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম জানান, সকালের দিকে গফরগাঁওয়ে বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টিতে একটি পুকুরের সেচ মটর বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুরে শিমুল সেই মটরটি চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় টের পেয়ে মা শিরিনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।