ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ফেনসিডিলসহ ২ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ৭, ২০২৪
ফরিদপুরে ফেনসিডিলসহ ২ কারবারি আটক

ফরিদপুর: ফরিদপুরে ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (৭ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।

এর আগে, বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে ফরিদপুর জেলা শহরের হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২৮) ও একই উপজেলার প্রাগপুর এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে আল্লাকুল আশিক হৃদয় (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই দুই মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে চারটি মোবাইলফোন ও তিন হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। আটকরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।