গাইবান্ধা: গাইবান্ধার নলডাঙ্গা রেল স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গাইবান্ধা-রংপুর, গাইবান্ধা-সান্তাহার, গাইবান্ধা-ঢাকা এ ৩টি রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
গাইবান্ধা রেল স্টেশন মাস্টার আব্দুল ওয়াহেদ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিকল হয়। ফলে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে ট্রেনটি গাইবান্ধা স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও ইঞ্জিন বিকল হওয়ায় নলডাঙ্গা স্টেশন থেকে ট্রেনটি ছাড়তে পারেনি।
এ কারণে বামনডাঙ্গা রেল স্টেশনে এইট ডাউন ট্রেনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
তিনি আরও জানান, নলডাঙ্গা রেল স্টেশনে অনেকদিন ধরে স্টেশন মাস্টার, স্টাফ ও পয়েন্টম্যান নেই। যেকারণে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলতে পারছে না।
এদিকে, ট্রেনের ইঞ্জিন মেরামত করতে নলডাঙ্গার উদ্দেশে লালমনিরহাট থেকে প্রকৌশলী রওয়ানা হয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর