ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, পাহাড়ে মিলল এক ব্যক্তির মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৫৭ পিএম, জুন ১২, ২০২৪
বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, পাহাড়ে মিলল এক ব্যক্তির মরদেহ 

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুন) বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ে যৌথবাহিনী অভিযান চালায়।

পরে বিকেলে যৌথবাহিনীর সদস্যরা একটি মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের জুরভাং পাড়া থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

তবে স্থানীয়দের ধারণা, মরদেহটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যের।

এদিকে রুমা থেকে উদ্ধার করা মরদেহ বুধবার (১২ জুন) সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, রুমা উপজেলা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।  

তিনি আরও জানান, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির পর যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। চলমান এ অভিযানে এ পর্যন্ত ২১টি মামলায় বান্দরবানের বিভিন্ন থেকে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এসআই

বাংলাদেশ সময়: ২:৫৭ পিএম, জুন ১২, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।