বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার জুরভারং পাড়া থেকে বুধবার (১২ জুন) উদ্ধার করা মরদেহটির পরিচয় পাওয়া গেছে।
পুলিশ জানায়, চলমান অভিযানে অংশ হিসেবে গত ১০ জুন রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুরভারং পাড়ায় যৌথবাহিনী অভিযান চালায়।
পরে যৌথবাহিনীর কাছে খবর পেয়ে রুমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, মরদেহের পরনে কেএনএফের পোশাক ছিল। তার পকেটে পাওয়া পরিচয় পত্রের মাধ্যমে জানা যায়, তার নাম ভান লাল খিয়াং বম (২২) এবং তিনি রুমা উপজেলার ৩৫২ নম্বর কুমিক্ষ্যং মৌজার জুরভারং পাড়ার বাসিন্দা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, ভান লাল খিয়াং বমের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার (১২ জুন) সকালে বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এসআই