ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয়ে ২৩ হাজার ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুন ২২, ২০২৪
সোনারগাঁয়ে ২৩ হাজার ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২৩ হাজার ৮৯২ ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মনির হোসেন (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

শনিবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

এর আগে শুক্রবার (২১ জুন) সোনারগাঁ থানার আষাড়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ৮৯২ ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।  

আটক মনির রূপগঞ্জের চনপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
 
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তিনি পেশাদার মাদকবিক্রেতা। দীর্ঘদিন ধরে তিনি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।