ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রোববার থেকে ফের চলবে মৈত্রী এক্সপ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুন ২২, ২০২৪
রোববার থেকে ফের চলবে মৈত্রী এক্সপ্রেস

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে মৈত্রী এক্সপ্রেসসহ আন্তঃদেশীয় তিনটি ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। গত ১৪ জুন থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলচল বন্ধ ছিল।

বাংলাদেশ থেকে ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনটি রোববার (২৩ জুন) থেকে পুনরায় চলাচল শুরু করবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত  মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ ছিল। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল। ট্রেন দুইটি গত ২১ জুন থেকে চলাচল শুরু হয়।

ঈদযাত্রা কাটিয়ে রোববার থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু হলে আবারও বাংলাদেশ ভারতের মধ্যে পুরোদমে চালু হবে রেল যোগাযোগ।

উল্লেখ্য, মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ