ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মধুমতিতে মিলল নারীর দেহাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
মধুমতিতে মিলল নারীর দেহাংশ

মাগুরা: মাগুরা মহম্মদপুর থানার সামনের ঘাট এলাকায় মধুমতি নদী থেকে এক নারীর দেহাংশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে দেহাংশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মধুমতি নদীর পানিতে এক নারীর দুটি পাসহ শরীরের অংর্ধেক অংশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে নদী থেকে দেহাংশটি উদ্ধার করে।  

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানউল ইসলাম বলেন, বেশ কিছুদিন আগে এ নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশর পক্ষ থেকে গোয়ালন্দ, ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইলসহ বেশ কয়েকটি থানায় খবর পাঠানো হয়েছে। মেয়েটির নাম পরিচয় জানার ও দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।