ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৫৭ সে.মি. ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৫৭ সে.মি. ওপরে

নেত্রকোনা: পাহাড়ি ঢলে বাড়ছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদীর পানি।  

মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হালনাগাদ তথ্য অনুযায়ী ৫৭ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটির পানি।

তবে গত সোমবার মধ্যরাত থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে উপজেলাবাসী।  

আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, সোমবার (১ জুলাই) সকাল ৯টা থেকে ২ জুলাই সকাল ৯টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পাউবোর হালনাগাদ তথ্য অনুযায়ী সোমেশ্বরী, কংশ ও ধনু নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানির প্রকোপ হ্রাস হলেও কলমাকান্দায় উব্দাখালী নদীর পানির প্রকোপ বৃদ্ধির দিকে।

অন্যদিকে স্থানীয়রা জানান, বৃষ্টি থেমে গেলে পাহাড়ি ঢলের পানি নেমে যায়। বৃষ্টির সঙ্গে এই পাহাড়ি অঞ্চলের পানি ওঠা-নামা করে।

জানা গেছে, গত ১০ দিনের ব্যবধানে কলমাকান্দার উব্দাখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে ১ জুলাই থেকে।

২ জুলাই সকাল পর্যন্ত হাওরের সাবমার্সিবল (ডুবন্ত) সড়কগুলোর বিভিন্ন স্থান ডুবে পানির নিচে।

উপজেলা সদরসহ এসব নিচু এলাকার বাড়ি ঘরের আশপাশের সড়কসহ উঠানে পানি থাকায় চলাচল বন্ধ হয়ে পড়েছে। বেশি বিপাকে পড়েছে এসব এলাকায় থাকা এবারের এইচএসসি পরীক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।