ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেড়াতে যাওয়ার পথে মেঘনায় নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
বেড়াতে যাওয়ার পথে মেঘনায় নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজ প্রতীকী ছবি

নরসিংদী: জেলায় বেড়াতে যাওয়ার পথে মেঘনায় নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার মধবদী থানার মেঘনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে এদিন রাত ১১টা পর্যন্ত তাদের কোনো সন্ধান করতে পারেনি ভঙ্গারচর নৌ পুলিশ।

নিখোঁজরা হলেন- নওগাঁ জেলার বাসিন্দা ইমতিয়াজ আলীর ছেলে মো. আবদুল্লাহ ইউসুফ (১২) ও মেয়ে জান্নাতুল আক্তার এনা (১৪)। ইমতিয়াজ আলী মাধবদী এলাকার একটি কারখানায় কর্মরত ছিলেন।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইমতিয়াজ আলী মেঘনা বাজার ঘাট থেকে পরিবারের পাঁচ সদস্যসহ ভাইরার (স্ত্রীর বোনের জামাই) বাড়ি বগারবুত এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। নৌকাটি তাদের নিয়ে মেঘনার মাঝামাঝি পৌঁছানোর পর তারা তীব্র বাতাস ও ঢেউয়ের মুখে পড়েন। এ সময় নৌকাটি পানিতে ডুবে যায়। পরে আশেপাশের ট্রলার থেকে ইমতিয়াজ, দিলারা বেগম, আব্দুল মতিন ও রুহুলকে উদ্ধার করতে পারলেও ইউসুফ ও এনাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে নৌ পুলিশকে খবর দিলে তারা রাত ১১টা পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করেও তাদের উদ্ধার করতে পারেনি।

ভঙ্গারচর নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) অনিমেশ হালদার বলেন,  নৌকাডুবিতে মাঝিসহ ছয়জনের মধ্য থেকে আমরা চারজনকে উদ্ধার করতে পেরেছি। এখনও নিখোঁজ ভাই-বোনকে খোঁজা হচ্ছে। আর ফায়ার সার্ভিসকে ও বিষয়টি জানানো হয়েছে। তারা ডুবুরিকে খবর দিয়েছে। আমরা উদ্ধারে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।