ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
মানিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সুমেত চাকমা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গরমছড়ি এলাকায় বাসের ধাক্কায় সুমেত চাকমা (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (৫ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুমেত চাকমা রাঙ্গামাটির কাউখালী উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের ছোটনাভাঙ্গা গ্রামের অরুণ কুমার চাকমার ছেলে। তিনি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একজন মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে কর্মরত ছিলেন।  

জানা গেছে, সুমেত চাকমা মানিকছড়ির সাবেক কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামের নাজিরহাট ফিরছিলেন। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালককে আটকসহ বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৪
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।