ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:১৬ পিএম, জুলাই ১২, ২০২৪
রামগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে আয়ান (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে রামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আঙ্গারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ান রামগঞ্জ পৌরসভার সাবেকে কাউন্সিলর ও আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা আহসান হাবীবের ছেলে।

আয়ানের মৃত্যুর বিষয়টি তার বাবা হাবীবের বন্ধু দুলাল মোল্লা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, হাবিবের বাড়ির পাশেই তার শ্বশুর বাড়ি। বিকেলে আয়ান তার নানার বাড়িতে যায়। সেখানেই অসাবধানতাবশত পুকুরে পড়ে আয়ান পানিতে ডুবে যায়। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি জানা নেই। পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এসআরএস

বাংলাদেশ সময়: ৯:১৬ পিএম, জুলাই ১২, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।