ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রুমায় অভিযানে কেএনএফের সন্দেহভাজন দুই সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
রুমায় অভিযানে কেএনএফের সন্দেহভাজন দুই সদস্য নিহত

বান্দরবান: জেলার রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন দুই সদস্য নিহত হয়েছেন।  

বুধবার (২৪ জুলাই) সকালে রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।  

পুলিশ জানায়, সকালে রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়া এলাকায় কেএনএফ সদস্যরা অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়। পরে কেএনএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।  

উভয়পক্ষের গোলাগুলিতে কেএনএফের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় নিহত কেএনএফ সদস্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী বলেন, সকালে রুমার সাইকট পাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত হওয়ার সংবাদ পেয়েছি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় তাদের মরদেহ উদ্ধার করা যায়নি। তাদের নাম-পরিচয়ও এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।