ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ১৪ মামলায় আসামি ৪ হাজার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জুলাই ২৪, ২০২৪
ময়মনসিংহে ১৪ মামলায় আসামি ৪ হাজার 

ময়মনসিংহ: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ময়মনসিংহে ১৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে চার হাজারের বেশি মানুষকে।


 
বুধবার (২৪ জুলাই) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শামীম হোসেন এ তথ‍্য নিশ্চিত করেন।   

এর আগে বিগত তিনদিনে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে মোট ১২২ জন গ্রেপ্তার হন। তাদের এরই মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তারকৃতদের মধ্যে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ‍্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লিটন আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির কোষাধক্ষ‍্য রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব, বিএনপি নেতা নূর মোহাম্মদ মীর, আনোয়ারুল ইসলাম রতন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।