ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি উদ্যোগে নিহতদের স্মরণে মসজিদে মসজিদে হবে বিশেষ দোয়া

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
সরকারি উদ্যোগে নিহতদের স্মরণে মসজিদে মসজিদে হবে বিশেষ দোয়া ফাইল ফটো

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় মারা যাওয়া ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে আগামী শুক্রবার (২৬ জুলাই) দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী রোববার (২৮ জুলাই) সহিংসতায় মারা যাওয়া ব্যক্তিদের প্রতি শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মঙ্গল কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সরকারের পক্ষ থেকে মসজিদগুলোতে এই দোয়া ও মোনাজাত এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।