ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংগাইরে হেরোইন-ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
সিংগাইরে হেরোইন-ইয়াবাসহ আটক ২

মানিকগঞ্জ: মানিকঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর পশ্চিমপাড়া থেকে ১০০ গ্রাম ও ১ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শনিবার (২৭ জুলাই) দুপুরে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটকরা হলেন- সিংগাইরের চরচান্দহর এলাকার কুরবান আলীর ছেলে মুক্তার হোসেন (৪৭), চরচামটা এলাকার মৃত আব্দুল রফিকের ছেলে সুমন মিয়া (২৮)।  

বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা ডিবির ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মাহফুজ রানা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সিংগাইর উপজেলার চান্দহর পশ্চিমপাড়া থেকে ৮০ গ্রাম হেরোইন ও এক হাজারটি ইয়াবাসহ মুক্তারকে এবং ২০ গ্রাম হেরোইন ও ২০০টি ইয়াবাসহ সুমনকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।