ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোমবার চাঁদপুরে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
সোমবার চাঁদপুরে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

চাঁদপুর: সারা দেশের মতো চাঁদপুরেও চলমান কারফিউয়ের সময় সীমা বাড়ানো-কমানো হচ্ছে।  

সেই অনুযায়ী সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত (১৬ ঘন্টা) কারফিউ শিথিল থাকবে এবং পূর্বের ন্যয় আট ঘণ্টা কারফিউ জারি থাকবে।

রোববার (২৮ জুলাই) রাত ১০টার দিকে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিদ্ধান্তের আলোকে প্রতিদিন এক ঘণ্টা করে কারিফউ শিথিল করা হচ্ছে। তবে কারফিউর নির্ধারিত সময় শেষ হলে ঘোষিত আইন কার্যকর হবে।

এদিকে, কারফিউর স্বাভাবিক সময়ে চাঁদপুর সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে শহর অঞ্চলে আগের মতো যানবাহন চলাচল স্বাভাবিক। জেলার বাইরে থেকেও আসছে পণ্য ও যাত্রীবাহী পরিবহন। এসব যানবাহন ও জনসাধারণের সার্বিক নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।