ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৬ ঘণ্টার মাথায় সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
পঞ্চগড়ে ৬ ঘণ্টার মাথায় সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

পঞ্চগড়: সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন, গুম-খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ ও সমাবেশ করেছেন পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।  

প্রায় ৬ ঘণ্টা সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদ জানান তারা।

বিকেল ৫টার দিকে কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ আগস্ট) সকাল ১১টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জমায়েত হন শিক্ষার্থীরা। এসময় সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

পরে সেখানে তারা মহাসড়কের বিভিন্ন পথে ও করতোয়া সেতুর প্রবেশ পথে বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে প্রতিবাদ সমাবেশ করে। এতে মহাসড়কের দুইপাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। পথচারীদের হেঁটেও যেতে দেয়নি আন্দোলনকারীরা।  

সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।  

রোববার (৪ আগস্ট) সকাল ১০টায় অসহযোগ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।